
আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪৬ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত নারী মাদক ব্যবসায়ী হলেন
সাতক্ষীরা সদরের কাথন্ডা কয়ারপাড়া গ্রামের ফারুক সরদারের স্ত্রী
রেশমা খাতুন (৩৫)।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) ভোরে সাতক্ষীরা সদরের কাথন্ডা কয়ারপাড়া গ্রামের ছাত্তার সরদার এর ছেলে ফারুক সরদারের বসতবাড়ী হইতে ফেনসিডিলসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মহিদুল ইসলাম জানান, থানার এসআই তাকবীর হোসাইনের নেতৃত্বে ও এসআই জিন্নাহ আহম্মেদ, এএসআই লস্কর জোবায়ের হোসেনসহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে কাথন্ডা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামীর বসতবাড়ী তল্লাশি করে বসত ঘরের সামনের গোডাউন ঘর হইতে একটি বস্তায় রক্ষিত মোট ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।