স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উৎযাপন হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বিজ্ঞ বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে বেলুন এবং পায়রা উড়িয়ে জাতীয় দিবসটি উৎযাপন করা হয়।
পরে বর্ণাঢ্য এক র্যালী আদালত প্রাঙ্গণ হতে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে জেলা জজ আদালত প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভা নিগ্যাল এইড এর চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা জজ) এম.জি.আযম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার), বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশীদ বিজ্ঞ পিপি এডভোকেট মোঃ আব্দুল লতিফ, বিজ্ঞ পিপি জনাব এডভোকেট শম্ভুনাথ সিংহ।
এছাড়াও বিভিন্ন এনজিও প্রতিনিধি, প্যানেল আইনজীবী, সাংবাদিক, পুলিশ এবং অন্যান্য স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার এবং সহকারী জজ মনিরুল ইসলাম।