আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় দ্রুতগামী পরিবহনের ধাক্কায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে এসময় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার (১৮ আগষ্ট) সকাল ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ৩০ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল ইসলাম (২৮) তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের আবু জাফরের পুত্র। তিনি পেশায় একজন মোটর সাইকেল চালক। আহত মোঃ সিফা পাইকগাছা উপজেলার মাহমুদকাটি এলাকার ছোট গাজী পুত্র।
স্থানীয়রা জানান, সকালে সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহন পাটকেলঘাটার দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই চালক মাহমুদুলের মৃত্যু হয়, এসময় গুরুতর আহত হয় যাত্রী সিফা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে পাঠানো প্রেরণ করেন।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।