স্টাফ রিপোর্টারঃ
ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ফলের ট্রাক থেকে থ্রি-পিস, ইমিটেশনের গহনা ও কমলা জব্দ করেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ওপেন ইয়ার্ডের গোয়েন্দারা।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। সোমবার গভীররাতে জাতীয় নিরাপত্তা শাখা (এনএসআই) ও বিশেষ গোয়েন্দা শাখার (ডিজিএফআই) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মালামালগুলো জব্দ করে।
সূত্রে জানা যায়, ভারত থেকে ফল আমদানির ঘোষণা দিয়ে একটি পণ্যবাহী ট্রাকযোগে ভোমরা স্থলবন্দর ওপেন ইয়ার্ডে বিপুল পরিমাণ থ্রি-পিস ও ইমিটেশনের গহনা আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় ট্রাক থেকে আনলোড করে বাংলাদেশি দুটি ট্রাকে লোড করার সময় মালামাল গুলি জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে ৯১ ক্যারেটে ভারতীয় এক হাজার ৫৩ পিস থ্রি-পিস ও ১৫৪.২৬ কেজি ইমিটেশনের স্বর্ণের গহনা। এছাড়া বাকি ক্যারেটগুলোতে রয়েছে ২৪ হাজার ৯৪৩ কেজি কমলা। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
গোয়েন্দা সূত্র জানায়, ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট মেসার্স রাফি এন্টার প্রাইজের নামে বগুড়ার মেসার্স সোনালী ট্রেডার্স উক্ত মালামালগুলো আমদানি করেছেন।
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোমরা স্থলবন্দর ইয়ার্ড থেকে মালামালগুলো জব্দ করার সময় কাস্টমস সদস্যসহ ওই দুটি গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। কাগজপত্র যাচাই-বাছাই শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।