আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ বিভিন্ন প্রলোভনে নারীর অশ্লীল ভিডিও এবং স্থির চিত্র ধারনের অপরাধে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি) সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে মারুফ হোসেন বাপ্পী (২৬) নামে এক যুবক কে আটক করা হয়।
আটককৃত যুবক সাতক্ষীরা পৌর এলাকার মুনজিতপুর গ্রামের আনোয়ারুল ইসলামের পুত্র।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, আটককৃত মারুফ হোসেন বাপ্পী নারকেলতলা এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া একছাত্রীকে হোয়াটস এ্যাপে বিভিন্ন ম্যাসেজ দিয়ে বিরক্ত করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তল্লাশী করে দেখা যায় তার কাছে বিভিন্ন নারীদের অশ্লীল ছবি, ভিডিও পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হই যে মারুফ একজন নারী লোভী ব্যক্তি। তিনি ঢাকার একটি বেসরকারি কলেজে বিবিএ পড়াশোনা করলেও নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে প্রতারণা করতেন। তার কাছ থেকে দুইটি স্মার্ট ফোন ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে সদর থানায় পর্ণগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেছেন।