সাতক্ষীরা জেলার মানিকহার মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্রীকে বাল্য বিবাহ করা শিক্ষকের বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন অনুষ্ঠিত।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার, পাটকেলঘাটা থানার মানিকহার মাদ্রাসা চত্বরের রাস্তায় আহসানউল্লাহর সভাপতিত্বে ও আজহারুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আনারুল মোল্লা, আব্দুল্যা বিশ্বাস, ইউপি সদস্য আব্দুর রউফ মল্লিক, সাবেক ইউপি সদস্য লাবনী লাবনী বেগম, জোহরা খাতুন, ময়না বেগম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, মাদ্রাসার শিক্ষক নিজ মাদ্রাসার ছাত্রীকে প্রথম স্ত্রী থাকা স্বত্বেও, দ্বিতীয় বাল্য বিবাহ করেন, সেই মাদ্রাসা শিক্ষক খায়রুল ইসলাম এর চাকরি থেকে বহিষ্কার ও নার্য বিচার কাম্য করি।
এসময় মানববন্ধনে শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।