শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:৩৭ অপরাহ্ন

সাতক্ষীরায় সাংবাদিক জুলফিকার আলীকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ১১৫ বার পঠিত

আজহারুল ইসলাম সাদী স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সাংবাদিক জুলফিকার আলীকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৮ মে) সকাল সাড়ে ১০ টার সময় সাতক্ষীরা সাংবাদিক সমাজের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়া উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি,
দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন, মোহনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিল, পাটকেলঘাটার সাংবাদিক শাহিনুর রহমান, বঙ্গ টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান সহ কলারোয়া, পাটকেলঘাটা, ঝাউডাঙ্গা এবং সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা প্রতিনিধি এবং ডেইলি সাতক্ষীরার বার্তা সম্পাদক এম বেলাল হোসাইন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন চাঁদাবাজী মামলার আসামী কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় কলারোয়ার সাংবাদিক জুলফিকারকে আটক করে কারাগারে প্রেরণ করেন। পবিত্র ঈদ উল ফিতরের আগের দিন তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার ছোট ছোট সন্তানরা পিতাকে ছাড়া ঈদ উদযাপন করেছে। এটি মেনে নেওয়া যায় না। সম্প্রতি সাতক্ষীরার কয়েকজন সাংবাদিককে জনপ্রতিনিধিরা বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে চলেছেন। এমনকি মামলার হুমকিও দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া অবিলম্বে সাংবাদিক জুলফিকার আলীর নি:শর্ত মুক্তির দাবি এবং সাংবাদিকদের হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991