আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় সদর উপজেলা অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক রেজা রশিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দুর্নীতি দমন কমিশনের খুলনা অঞ্চলের পরিচালক মো. মুন্জুর মোর্শেদ।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, শিক্ষাবীদ আবদুল হামিদ, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সদর উপজেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন।বিতর্ক প্রতিযোগিতায় ৬৪ টি স্কুল অংশগ্রহণ করে। ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করেন পক্ষে
নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ বক্তা হিসাবে মনোনীত হয় আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা মো. মাহমুদ হাসান তাকে ৫ হাজার টাকা পুরস্কারসহ ক্রেস্ট প্রদান করা হয়।