আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার:
অর্ধ কোটি টাকা মূল্যের ৫০৬ গ্রাম ওজনের চারটি স্বর্নের বারসহ শামিমুল ইসলাম নামের এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা নামক স্থান থেকে স্বর্ণ সহ ওই চোরাচালানী আটক হয়।
আটককৃত চোরাচালানীর নাম শামিমুল ইসলাম (৪০) সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গ্যাড়াখালি গ্ৰামের সাজেদুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহম্মেদ জানান, গোপন খবরের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ১১টার সময় তার নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনোরপোতা ব্রীজ এলাকা থেকে একটি ডিসকভার মোটর সাইকলেসহ শামিমুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কোমরে কাপড়ের প্যাকেটে লুকিয়ে রাখা চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সে ওই সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাচ্ছিল।
আটক স্বর্নের বারের ওজন ৫০৬ গ্রাম, যার আনুমানিক মূল্য ৪৩ লাখ ৫১ হাজার ৬০০ টাকা। এ সময় তার ডিসকভার মোটর সাইকেলটি আটক করা হয়। আটককৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, এ ঘটনায় হাবিলদার দেলোয়ার হোসেন বাদি হয়ে শামিমুল ইসলামের নাম উল্লেখ করে রোববার থানায় একটি মামলা দায়ের করেছেন। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।