আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেথ মধ্যে সম্পন্ন হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাতক্ষীরার ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারী বিজয়ী হয়েছেন আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
সংরক্ষিত নারী সদস্য পদে ১নং ওয়ার্ডে মাহফুজা সুলতানা রুবি, ২নং ওয়ার্ডে অ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি এবং ৩নং ওয়ার্ডে শিল্পী রাণী মহালদার নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১নং ওয়ার্ডে ইন্দ্রজিত দাস, ২নং ওয়ার্ডে আমজাদ হোসেন, ৩নং ওয়ার্ডে সৈয়দ আমিনুর রহমান, ৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ডে শেখ ফিরোজ কবির, ৬নং ওয়ার্ডে আব্দুল হাকিম এবং ৭নং ওয়ার্ডে গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন।