স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় যাওয়ার পথে মাগুরা’য় ট্রাকের সাথে সংঘর্ষে
ওলিউর রহমান বাবু (৩২) নামে এক যুবক মারাত্মক ভাবে আহত হয়েছেন।
মঙ্গলবার (০৯ মে-২০২২) বেলা ১১ টার দিকে সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় যাওয়ার পথে, সাতক্ষীরা সদরের পশ্চিম মাছখোলা গ্রামের, মোহাম্মদ আলী (আব্দুল্লাহ)’র ছেলে ওলিউর রহমান ট্রাকের সাথে সংঘর্ষে আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর হাসপাতালে নিয়ে যান, সেখানকার কর্তব্যরত ডাক্তার দ্রুত ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দেন। বর্তমানে সে ঢাকার শ্যামলীর কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
দূর্ঘটনায় ক্ষতস্থানে রাতে অপারেশন হবে বলে সূত্রে জানা গেছে।