স্টাফ রিপোর্টারঃ রোববার (১০ মার্চ) সকাল ১১ টায় প্রাণ সায়ের খালের দখল-দুষণ বন্ধে এবং খালের অবাধ প্রবাহ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো’র কল্যাণ ব্যাণার্জী, দৈনিক দক্ষিণের মশাল’র সম্পাদক ও প্রকাশক আশেক-ইলাহী, সমাজের আলো’র সম্পাদক ও প্রকাশক ইয়ারব হোসেন, ভূমিহীন নেতা আব্দুস সামাদ প্রমুখ।
মানববন্ধন কয়েকশতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় বলেন, সাতক্ষীরা জেলা শহরের প্রাণ হলো শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রাণ সায়ের খাল।
শহরের জমে থাকা জলাবদ্ধতা অপসারণের লক্ষে ততকালীন সাতক্ষীরা জেলার জমীদার ও পৌরসভার প্রথম চেয়ারম্যান প্রাণনাথ রায় খনন করেন, এই প্রাণ সায়ের খালটি।
এ খাল দিয়ে ব্যাবসায়িরা লঞ্চসহ বড় বড় টলার ও নৌকা নিয়ে চলাচল করতো।
বিভিন্ন সময়ে খালটি খনন করা হয়েছে তবে মাঝে মাঝে, তঞ্চকতার কারণে ঠিক মত খাল খনন না করায় কিছু দিন না যেতেই পুনরায় খালটি তার নব্যতা হারিয়ে বসে।
তার পরেও খালের দু’পাশে অবৈধ দখল নিয়ে ব্যবসায়িরা ব্যবসা করা, সুলতানাপুর বড় বাজারের মাছ ও কসাই খানার বর্জ্য ফেলার কারণে, একদিকে যেমন খাল দুষিত হচ্ছে ঠিক অপরদিকে খননের অল্প সময়ের মধ্যে খাল ভরাট হয়ে যাচ্ছে।