স্টাফ রিপোর্টারঃ মাতৃ বিয়োগ হলেন,সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর।
রোববার (০৬ মার্চ) বিকাল ৩টায় সময় তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের কলাপাতা গ্রামের নিজের বাড়িতে, আর টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি, রামকৃষ্ণ চক্রবর্তীর মাতা শোভারানী চক্রবর্তী পরোলোক গমন করেন।
প্রায় শতায়ু প্রাপ্ত শোভারানী চক্রবর্তী বার্ধক্যজনিত কারণে গত সপ্তাহকাল যাবত অসুস্থ হয়ে নিজের বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শোভারানী চক্রবর্তী দীর্ঘদিন তার জ্যেষ্ঠ পুত্র রামকৃষ্ণ চক্রবর্তীর সাতক্ষীরা শহরের রসুলপুরস্থ মেহেদীবাগের বাড়িতে বসবাস করেন।
এক বছর পূর্বে তিনি স্বামীর পৈতৃক ভিটায় ফিরে গিয়ে, কনিষ্ঠ পুত্র লক্ষণ চক্রবর্তীর সংসারে বসবাস করতেন।
কপোতাক্ষ নদের তীরবর্তী বাহাদুরপুর শশান ঘাটে শোভারানী চক্রবর্তীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।