এম ইদ্রিস আলী সাতক্ষীরা প্রতিনিধি: ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্তের বাশকল এলাকা থেকে ১ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যর ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকৃত চোরাকারবারি সাতক্ষীরার সদর উপজেলার কোমরপুর গ্রামের নূর হামজার ছেলে আশরাফুল ইসলাম (২৪)।অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, বৃহস্পতিবার সকাল ৮ টার সাতক্ষীরার ভোমরা সীমান্তের বাশকল এলাকা দিয়ে চোরাকারবারীরা বাইসাইকেলে করে
বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে।
এমন সংবাদে তাৎক্ষনিক সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় ভোমরা বিজিবির বিওপির নায়েক মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বাইসাইকেল চালককে আটক করে। এসময় বাইসাইকেলের চালকের দেহ তল্লাশী করে ১০টি স্বর্ণেরবার জব্দ করে। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪১০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ২০০ টাকা।
তিনি আরও জানান, স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটক আশরাফুল ইসলামকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।