আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ ভারত বাংলাদেশ সীমান্তের সাতক্ষীরা ও কলারোয়া থানার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন অধিনস্থ
ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা পশ্চিম পাড়া হতে ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল ঝাউডাঙ্গা চেক পোষ্ট নামক স্থান হতে ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় নাইটি, ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল সোনাডাঙ্গা নামক স্থান হতে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেন।
কলারোয়া থানাধীন তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি বাঁশ বাগান নামক স্থান হতে ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা, কাকডাঙ্গা বিওপির পৃথক বিশেষ দুইটি আভিযানিক দল ভাদিয়ালী ও কেড়াগাছি নামক স্থান হতে ১ লক্ষ ৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিস, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল পশ্চিম পাড়া নামক স্থান হতে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
আটককৃত এসব মালামালের সর্বমোট মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামালগুলো সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।