আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সীমান্তে সপ্তাহব্যাপী চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পন্য জব্দ করেছে বিজিবি।
২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদস্যরা পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুড়িয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোষ্ট এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে এক কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত ২১ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী, এক লাখ টাকা মূল্যের ভারতীয় বোরকা, ৩৭ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, এক লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস, ছয় লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল, পাঁচ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং ছয় লাখ ৩২ হাজার টাকা মূল্যের শিশুখাদ্য ও মনোহারী পণ্য জব্দ করা হয়।
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার সময় জব্দ করা হয়।