আজহারুল ইসলাম সাদী স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় ছিন্নমূল, ভূমিহীন, দৃষ্টি প্রতিবন্ধী, বধির ও বাক প্রতিবন্ধী মানুষের মাঝে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে সেমাই চিনি বিতরণ করা হয়েছে।
রোববার (০১ মে) দুপুরে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেমাই চিনি বিতরণকালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র ব্যক্তিগত সহকারি শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম, ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, নুর মনোয়ার প্রমুখ।