ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিস্তারে আদিবাসি নারীদের ভূমিকা` মূলসুরকে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক আদিবাসি দিবস উপলক্ষে বর্ণাড্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৯ আগস্ট বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্বর মুক্তমন্ঞ্চে জাতীয় আদিবাসি পরিষদ সাপাহার উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আদিবাসি পরিষদের সভাপতি ভূট্টু পাহান।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন মন্ডল,থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, রাজশাহী বিভাগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়ার, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, বদলগাছি উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি অজিত সরদার,উপজেলা জাতীয় আদিবাসি পরিষদের সাধারন সম্পাদক খুদিরাম এক্কা প্রমূখ।