নওগাঁর সাপাহার উপজেলার দীঘির হাট পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ইজারাদারকে ১০,০০০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার উপজেলার বড় পশুর হাট দীঘির হাটে গরু, ছাগল,মহিষ, ভেড়া ক্রয় বিক্রয়ের সময় হাটের ইজারাদার সরকার নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টোল আদায় করছে এমন অপরাধের দায়ে হাটের ইজারাদার কে ১০০০০ হাজার টাকা জরিমানা করেছে।
ভোক্তা অধিকার আইন ২০০৯ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা এসময় উপস্থিত ছিলেন সাপাহার থানার পুলিশ উপ-পরিদর্শক নুরুল ইসলাম সুজন।