নওগাঁ সাপাহারে মানবাধিকার কর্মী ফজলে রাব্বি ফজলু কে জেলা পরিষদ সদস্য মনোনিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সাপাহার জিরো পয়েন্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মানবাধিকার কমিশনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা, উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি ফজলে রাব্বী ফজলু জেলা পরিষদ সদস্য হিসেবে মনোনিত হওয়ায় তাঁকে উপজেলা মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি প্রভাষক জুলফিকার আলী সম্রাটের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক নূরে জান্নাত ময়না, সাংগঠনিক সম্পাদক নূর আলম পিংকি, আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, প্রচার সম্পাদক আবু বক্কর, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোহাম্মাদ আলমগীর , আন্তর্জাতিক সম্পাদক আব্দুর রহমান, নির্বাহী সদস্য আরমান হক, সোহাগ হোসেন প্রমুখ উপস্হিত ছিলেন।