“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে নওগাঁর সাপাহারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা।
শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন।
উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, এই উপজেলায় মৎস্য চাহিদা পূরণ করেও ৯৫০.৬ মেট্রিক টন মাছ বেশি থাকে। যেগুলো দেশের বিভিন্ন স্থানে রফতানি করা হয়। যা আমাদের জন্য অত্যান্ত খুশির বিষয়। এই উপজেলায় কার্ডধারী মৎস্যজিবীর সংখ্য ১ হাজার ১শ ৮৫ জন রয়েছেন। যাদেরকে নিয়মিত মৎস্যচাষে প্রশিক্ষণ সহ নানাবিধ সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে। যদি কোন ব্যক্তি মৎস্য চাষ সম্পর্কে কোন পরামর্শ নিতে চান সেক্ষেত্রে উপজেলা মৎস্য অফিসে এসে বা হটলাইন ১৬১২৬ এই নম্বরে ফোন করে জেনে নিতে পারেন।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।