ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান,মোঃ শাহ সৈয়দ খাঁন
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫. ময়মনসিংহ ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে অদ্য ইং ১০ অক্টোবর/২০২২খ্রিঃ, সোমবার, পুলিশ লাইন্স প্যারেড মাঠে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন অত্র ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মহোদয়।
পুলিশ সুপার মহোদয় পরিদর্শন শেষে বক্তব্যে ইউনিটের বিভিন্ন পদবীর পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্ব ও যথাযথ দায়িত্বশীলতার সাথে কাজ করার জন্য আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। দেশে চলমান পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকতে নির্দেশ প্রদান করেন। সকল প্রকার মাদকদ্রব্য হইতে দূরে থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন। ইন্ডাস্ট্রিয়াল এলাকার মালিক ও শ্রমিকদের সহিত সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করার নির্দেশনা প্রদান করে। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভার মাধ্যমে শিল্প মালিক শ্রমিকদের দ্বার গোড়ায় সেবা পৌঁছে দিতে নির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেডে, প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ লুৎফর রহমান সরকার (আর আই) পুলিশ লাইন্স।পরবর্তীতে ম্যাগাজিন গার্ড ও যানবাহন শাখার গাড়িগুলো পরিদর্শন করেন। গাড়ির ড্রাইভারদেরকে দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকগণসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।