জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার কোটচাঁদপুরঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার ১ম শ্রেণী থেকে ৯ম শ্রেণীর ২০২৪ সালের নতুন কারিকুলাম শিখন পদ্ধতির বই উৎসব পালন করা হয়েছে। ১লা জানুয়ারী (রবিবার) ভাইস প্রিন্সিপাল মাওলানা আল মারুফ এর উপস্থাপনায় বই উৎসব উদ্ভোধন করেন অত্র মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি অহেদ আলী।
এসময় অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন নতুন কারিকুলামের বই তোমাদের দেওয়া হয়েছে। তোমরা ভালভাবে পড়ালেখা করবে এবং নিয়মিত মাদ্রাসায় এসে ক্লাস করবে। তিনি আরও বলেন নতুন কারিকুলাম আন্তর্জাতিক মানের, উচ্চতর এবং উন্নত শিক্ষা ব্যবস্থা। তোমরা এই শিক্ষা গ্রহণ করে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে তোমাদের দক্ষতার পরিচয় দিবে। বিশ্বের অন্যান্য দেশের মানুষের সাথে দক্ষতার সাথে কাজ করতে পারবে। তিনি ২রা জানুয়ারী সকাল ৯টা ৩০মিনিট থেকে ক্লাস শুরু হবে। সকল ছাত্রছাত্রীদের সময় ও রুটিন অনুযায়ী ক্লাসে আসার ঘোষণা দেন।
এরপর নতুন কারিকুলাম প্রশিক্ষণকৃত শিক্ষকদের ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ অনুযায়ী শিক্ষা দেওয়ার আহবান জানান। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক হাফেজ আব্দুল করিম, সহকারী অধ্যাপক মোঃ নুরুন্নবী, সহকারী অধ্যাপক আবুল বাশার, প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম, প্রভাষক মুশতাক আহমেদ, শিক্ষক আক্তারুজ্জামান পিন্টু, আনোয়ার হোসেন, রবিউল ইসলাম, আতিয়ার রহমান, আব্দুল মালেক, আব্দুল খালেক, আব্দুল মোমিন, মফিজুর রহমান, মেরিনা সুলতানা, সিমা খাতুন, রুপালী খাতুন, জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান প্রমুখ।