সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়কান্দা এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।
বুধবার ( ৩১ শে মার্চ ) সকালে ভাকুর্তা ইউনিয়নের মোগড়কান্দা এলাকার একটি হাউজিং কোম্পানির প্লট থেকে লাশ উদ্ধার করে সাভার মডেল থানার পুলিশ।
পুলিশ জানায়- ভোর রাতে মোগড়কান্দা এলাকার একটি হাউজিং কোম্পানির প্লটে অজ্ঞাত ওই যুবককে ইট দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুবৃত্তরা।
পরে সকালে তার লাশ দেখে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে কল করে জানালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
পুলিশের ধারণা নেশা খাওয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে থাকতে পারে।
এ বিষয়ে সাভার মডেল থানায় ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন – অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এমনকি পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন কে ( পি বি আই ) খবর দেওয়া হয়েছে।
Leave a Reply