আকতার হোসেন স্টাফ রিপোর্টার: ( সাভার ) সাভারে অনুমোদনহীন ইটভাটা পরিচালনার দায়ে ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলার আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ মাসুমা আক্তার। বৃহস্পতিবার (২রা মার্চ ) সাভারের আমিনবাজার ইউনিয়নের সালেপুরের দেওয়ান বাড়ি এলাকায় আবু সাইদ ব্রিকস নামক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। এ সময় ইট ভাটাটিকে গুঁড়িয়ে ভেঙে ফেলা হয়।
মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধ করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সাভারের এ ইটভাটায় অভিযান পরিচালনা করে। আবু সাঈদ ব্রিকস নামক ইটভাটা কর্তৃপক্ষ দীর্ঘ বছর যাবৎ লাইসেন্স ব্যাতিত তাদের ভাটা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান সাভার উপজেলার আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার। এ অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের সদস্য