আকতার হোসেন, স্টাফ রিপোর্টারঃ ঢাকার সাভারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৭টি আদিবাসী পরিবারের মাঝে ঘর তৈরির টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
শনিবার (২৭ মে) সকালে সাভার পৌরসভার ২নং ওয়ার্ডের আড়াপাড়া জমিদার বাড়ি এলাকার স্থানীয় ৭টি আদিবাসী পরিবারের মাঝে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এসময় তাদের প্রত্যেককে ঘর তৈরির জন্য দুই বান করে টিন এবং সোনালী ব্যাংকের চেকের মাধ্যমে অর্থ সহায়তা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য রাজু আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।