স্টাফ রিপোর্টারঃ
সাভারে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে ।
২০২২-২৩ অর্থবছরে রবি মৗসুমের গম, ভুট্টা, সরিষা, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেছে সাভার উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি।
সাভার উপজেলা হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব । সাভার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সাভার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজিয়াত আহমেদ স্বাগত বক্তব্যে রাখেন । সাভার উপজেলার ১২টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ১৪০৫ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সহায়তা বাবদ জনপ্রতি গম বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, সরিষা বীজ ১ কেজি, ভুট্টা বীজ ২ কেজি, মসুর বীজ ৫ কেজি ও খেসারি বীজ ৮ কেজি করে বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সেই সাথে দেশের কৃষি খাতকেও এগিয়ে নিয়ে যেতে হবে, পতিত জমি এবং খালি জায়গায় আমাদের চাষাবাদ করতে হবে । কৃষকদের যে কোন সহায়তা করতে সাভার উপজেলা সব সময় তৈরি আছে । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ানসহ সাভার উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।