আকতার হোসেন স্টাফ রিপোর্টারঃ-ঢাকার সাভারে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ৩ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় সাভার উপজেলা আওয়ামীলের আয়োজনে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাভার উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব । সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে উক্ত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাকুরতা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন , আমিন বাজার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান রকিব আহমেদ , ঢাকা জেলা উত্তর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা , ঢাকা জেলা উত্তর ছাত্র লীগের সভাপতি সাইদুল ইসলাম , সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাসির হোসেন , সাভার উপজেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান , সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভার সদর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন আহামেদ ।