আকতার হোসেন , স্টাফ রিপোর্টারঃ
“প্রশিক্ষত যুব, উন্নত দেশ , বঙ্গবন্ধুর বাংলাদেশ ” প্রতিপাদ্য কে সামনে রেখে ঢাকার সাভারে জাতীয় যুব দিবস ২০২২ পালিত হয়েছে । এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ১লা নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি । সাভার যুব উন্নয়ন কর্মকর্তা কাজী রেজাউল করিম তরফদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বিভিন্ন ট্রেনিং সম্পন্ন ব্যক্তিদের হাতে সনদপত্র বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।