আকতার হোসেন , স্টাফ রিপোর্টারঃ
সাভারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত সাভার পৌর ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ও সাভার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান এবং সাধারণ সম্পাদক অসীম আক্তার বাবু ও সাভার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান জীবন এবং সাধারণ সম্পাদক সাইফ আহমেদ নাসিমের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি।
৮ ই নভেম্বর সকালে সাভার উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল হাসান সোনাহর, সাভার পৌর যুবলীগ নেতা শেখ সাঈদ, সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ সাভার পৌর ও সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্র লীগের নেতা ও কর্মীবৃন্দ ।উল্লেখ ঢাকা জেলা উওর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাভার পৌর ছাত্রলীগের ও সাভার কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে ।
এসময় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এক বছরের জন্য এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে । শনিবার ৫ই নভেম্বর দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান প্রধান অতিথি থেকে এই কমিটির ঘোষণা দেন।