সাভারের বনগাঁও ইউনিয়নে ১নং ওয়ার্ড সাধাঁপুর কাজীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পরে রয়েছে পুরাতন ভাঙ্গা সেতু। গেন্ডা থেকে সাধাপুর কাজীপাড়া মধ্যে দিয়ে যাতায়াতের প্রধান মাধ্যম এই সেতু । রয়েছে এলাকার মেম্বার , চেয়ারম্যান,আরো রয়েছে, সাভার উপজেলার চেয়ারম্যান সহ ডাঃ এনাম এম,পি দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তবু ও দেখার কেউ নাই। দীর্ঘদিন ধরে পরে আছে এই সেতু। রাস্তা ভাঙা সেতু নির্মাণে দশ বছরেও কারও চোখ পড়েনি।রাস্তাটি দিয়ে যাতায়াতের পুরো পাচঁ পাড়ার গ্রামের মানুষ সহ কৃষিপণ্য আনয়ন করার একমাত্র অবলম্বন।এলাকাবাসীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তাটি দিয়ে পারাপার করে থাকে।বিগত ১০ বছর আগে, নদীর পানিতে রাস্তাঘাট ধ্বংসপ্রাপ্ত হয়ে পরে। পূণরায় সেতুটি নির্মাণের জন্য কয়েকমাস অতিবাহিত হলে ও নির্মাণ করা সম্ভব হয় নি এই সেতুটি। সেতুটি নির্মাণ না করার কারণে এলাকাবাসী ১০ বছরের ও অধিক সময় ধরে কষ্ট শিকার করে যাতায়াত করে আসছে। স্থায়ী ভাবে সমাধান চেয়ে এলাকাবাসী বলেন ভোটের সময় ভোট চাইতে আসে কিন্তু ১০টি বছরের অধিক সময় পার হলেও সেতুটি নির্মাণের কোন উদ্যোগ নেওয়া হয়নি।এ ব্যাপারে সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম জানান, এখন বরাদ্ধ নেই সেতুটি নির্মাণের জন্যে বরাদ্ধ পাওয়া গেলে স্থায়ীভাবে কাজ করা হবে ।