সাভারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করেছে ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামীলীগ । ২৮ শে সেপ্টেম্বর বুধবার ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাভার উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি উপজেলা হল রুমে কেক কেটে এ জন্ম দিন পালন করেন । কেক কাটার পর সকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন । এ সময় আরও উপস্থিত ছিলেন
সাভার থানা মহিলা নেএী নাসিমা জাহান শিউলি , পারভীন আক্তার , শিউলি, সুফিয়া, শারমিন আক্তার , আলেয়া , পুতুল , আরজু, লাকী, লাভলি, চায়না সহ সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মহিলা নেএীবৃনদ।