সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ প্রায় ১০ জন আহত হয়েছে। এঘটনায় শতাধিক দোকপাট ভাঙচুর ও লুটপাট চালিয়েছে শিক্ষার্থীরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার রাত দশটার দিকে আশুলিয়া ইউনিয়নের গৌরিপুর ও কুমকুমারী এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেলে করে গৌরিপুরের বটতলা এলাকায় যাওয়ার সময় লেগুনার সাথে ধাক্কা লাগে। এসময় লেগুনার যাত্রী ও স্থানীয়দের সাথে বাকবিতন্ডায় জাড়ান ওই শিক্ষার্থী। এর জের ধরে রাতে ড্যাফোডিলে কয়েক’শ শিক্ষার্থী দেশীয় অস্ত্র নিয়ে গৌরিপুর ও কুমকুমারী এলাকায় শতাধিক দোকানে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালান। এসময় কয়েকটি বাড়িতেও হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাকবিতন্ডায় জড়ানো অভিযুক্ত শিক্ষার্থীসহ হামলায় জড়িত শিক্ষার্থীদের নাম পরিচয় জানার চেষ্টা করছেন পুলিশ।