সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
ঘোষনা
জুলাইয়ের গণঅভ্যুত্থান বদলেছে ক্ষমতার পালা, বদলায়নি সাংবাদিকদের ভাগ্য গাজীপুরের শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি গৌরীপুরে বিএনপিতে শৃঙ্খলা রক্ষায় বড় পদক্ষেপ পাঁচ নেতা পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার গৌরীপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল রক্তক্ষয়ী রূপ নিল গলাচিপায় তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি রাজশাহীতে অপারেশনস্ ফার্স্ট লাইট অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে। যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা আসন্ন ১৪ ডিসেম্বর “শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ ” এবং ১৬ ডিসেম্বর “মহান বিজয় দিবস-২০২৫” যথাযথ মর্যাদায় উদযাপনের উপলক্ষ্যে আজ চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ৯ই নভেম্বর সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। গীতিকবি এম আর মনজু’র ৭০ তম জন্মদিন আজ ( ১০ নভেম্বর ২০২৫ ) পুঠিয়া দুর্গাপুর -৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীকে হত্যা মামলায় নাসরিন বেগম (৩৮) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ, একাধিক আসামী পলাতক চট্টগ্রামের মুরাদপুরে আজ রোববার সকালে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এসময় ধাওয়া দিয়ে তিনজন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় সাবেক জেলা পরিষদ সদস্য নাদিম গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া-৪ এ মুশফিকুর রহমানের নির্দেশে বিএনপির লিফলেট বিতরণে গণজোয়ার ব্রাক্ষণবাড়িয়া-৫ নবীনগর আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন গোপালপুরে শিক্ষকের শিক্ষক প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে আ’লীগ নেত্রী আরিফা ইয়াসমিন ময়ুরীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন নাটোরে সরকারি গাছ কাটার অভিযোগ ইউনিয়ন জামায়াত সেক্রেটারির বিরুদ্ধে

‍সাভারে সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাহাদ ইসলাম রুবেল 
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২২৬ বার পঠিত

সাভার,বুধবার,১৭ আগষ্ট,২০২২: সাভারের আশুলিয়ায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ছবি বিকৃত করে অপপ্রচার ও অব্যাহত হুমকির পর সোহেল রানা (২৫) নামে এক সংবাদকর্মীকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। বুধবার দুপুরে সাভারের শিমুলতলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অনুষ্ঠিত কর্মসূচীতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।

 

গত ১৪ আগষ্ট রোববার সাভার উপজেলা পরিষদে সোহেল রানার ওপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এসময় হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে ওই সংবাদকর্মী দৌঁড়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যান। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় আহত সোহেল রানা দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাভার প্রতিনিধি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন উপজেলা পরিষদের মত গুরুত্বপূর্ণ একটি সরকারী দপ্তরে প্রকাশ্যে একজন সংবাদকর্মীকে হত্যা চেষ্টার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকদের উপর এ ধরনের হামলা মতপ্রকাশের স্বাধীনতাকে বাঁধাগ্রস্ত করবে। অবিলম্বে সোহেল রানার ওপর হামলাকারীসহ উষ্কানীদাতাদের আইনের আওতায় আনতে হবে। হামলার ঘটনায় জড়িত অপরাধীদের সিসি টিভির ফুটেজ দেখে শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

 

এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি তার বক্তব্যে সারাদেশের সাংবাদিক ননিযর্যাতনের চিত্র তুলে ধরে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে পদক্ষেপ নিতে আহবান জানান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রাইম সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান মমিন আনসারী, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান নিপু, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান ভান্ডারী, বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসেন, সময়ের আলো ও এশিয়ান টিভির প্রতিনিধি দেওয়ান মোঃ ইমন, দেশ রূপান্তরের ওমর ফরুক, মানবকন্ঠের সাদ্দাম হোসেন, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি জাহিন সিংহ, আমার সংবাদ ও জিটিভির প্রতিনিধি শরিফ শেখ, সংবাদ সারাবেলার প্রতিনিধি রেদোয়ান হাসান, গণকন্ঠের শাহাদাত হোসেন, মর্নিং অবজারবারের ইমরান হাসান নিলয়, স্বদেশ বিচিত্রার সহ. সম্পাদক নাসিম খান, বাংলা টিভির আলমগীর হোসেন নিরব, বিএমএসএফের ইউসুফ আলী খান, বাংলা ৭১ পত্রিকার এসকে সুলতান, সন্ধ্যা বাণীর প্রতিনিধি মনির হোসেন, জনকন্ঠের ধাইরাই প্রতিনিধি সোহেল রানা, আমাদের নতুন সময়ের ধামরাই প্রতিনিধি আদনান হোসেন, বাংলা টিভির ধামরাই প্রতিনিধি হুময়িুন রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মানববন্ধন শেষে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিকরা। ঘন্টাব্যাপী কর্মসূচীর মাধ্যমে সারাদেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার হুশিয়ারী দেন সাংবাদিকরা।

 

উল্লেখ্য, সম্প্রতি সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় পাথালিয়া ইউপি সদস্য শফিউল আলম সোহাগসহ ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এঘটনার সংবাদ প্রকাশের পর থেকে সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও হত্যার হুমকি প্রদান করেন গ্রেপ্তার ইউপি সদস্যের ভাই শামীম ও তার অনুসারীরা। এর রেশ ধরেই গত রোববার দুপুরে সাংবাদিক সোহেল রানার ওপর হামলা করে সন্ত্রাসীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991