স্মৃতি রাণী, স্টাফ রিপোর্টার, সাভার ঢাকাঃ
সাভারে প্লাস্টিকের রশি দিয়ে হাত পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অজ্ঞাত যুবকের মরদেহের উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনায় (পিবিআই) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থলে এসে লাশের পরিচয় সনাক্তের কাজ করছেন।
শনিবার (১১ জুন) সকাল ১১ টার দিকে সাভারের আনন্দপুর সিটি ল্যান্ডের বালুর মাঠ এলাকার একটি পরিত্যাক্ত বাউন্ডারির ভিতর থেকে নিহতের মরদেহের উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছেন অতি শীঘ্রই নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।
পুলিশ আরো জানায়, সকাল ৮ টার দিকে এক নারী ওই বাউন্ডারির ভিতরে ময়লা ফেলতে যায়। এসময় নিহতের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।
নিহতের পরনে লুঙ্গি ও গায়ে শার্ট পরিহিত ছিল। তার দুই হাত পিঠমোড়া দিয়ে বাঁধা ছিল, দুই পা প্লাস্টিকের রশি দিয়ে বাধা ছিল।
সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
অপরাধ তদন্ত বিভাগ, ঢাকার সিআইডি রাসেল কবির বলেন, নিহতের পরিচয় অতি শীঘ্রই শনাক্ত করে আপনাদেরকে জানানো হবে।