সাভারে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।শনিবার কলমা এলাকায় সাভার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সারাদিন ব্যাপী এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সোহেল রানা।পরে সাভার সদর ইউনিয়নের ১০টি স্কুলের প্রায় এক শতাধিক শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন।এসময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মী,ইউপি সচিব,ইউপি সদস্য,শিক্ষক শিক্ষিকা,অভিভাবক মন্ডলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।