আকতার হোসেন , স্টাফ রিপোর্টার সাভারঃ
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় সাভারে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান , এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব । এসময় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ এনাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর অন্যতম উন্নয়ন দর্শন ছিল ‘সমবায়’। বর্তমান সরকার সমবায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন । সরকার উন্নত বাংলাদেশ গড়তে পদক্ষেপ নিয়েছেন। সরকারের এ লক্ষ্য পূরণে সমবায় সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা করতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাভার উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন । অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান , ভাকুরতা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান লিয়াকত হোসেন সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ।