আকতার হোসেন স্টাফ রিপোর্টার:-
ঢাকার সাভারে উপজেলা চেয়ারম্যান এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সাভার উপজেলার অন্তর্ভুক্ত বনগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের সভাকক্ষে এ দোয়া আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্জুরুল আলম রাজীব এর রোগমুক্তি সহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ সহ পরিষদের সকল সদস্য ও বিভিন্ন ওয়ার্ড ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।