আকতার হোসেন, স্টাফ রিপোর্টারঃ
সাভার উপজেলা যুবলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকালে সাভার উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয় । আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মেলনকে সফল করার লক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান , এম পি । অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব । প্রধান বক্তার বক্তব্যে মনজুরুল আলম রাজীব বলেন,
জননেত্রী শেখ হাসিনার দৃঢ় প্রচেষ্টার কারণে দেশ আজ উন্নয়নের মহাসড়কে । এই সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে ও উন্নত দেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তিনি সাংগঠনিক কাঠামো আরো মজবুত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া কামনা করেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার কাউন্সিল নজরুল ইসলাম মানিক ,ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান , ঢাকা জেলা উত্তর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা , সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি , বিরুলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সেলিম মন্ডল , সাভার উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ , সাধারণ সম্পাদক নাসির আহমেদ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার ।