সাভার উপজেলায় বনগাঁও ইউনিয়নে দীর্ঘদিন ধরে পরে থাকা পুরাতন সেতু মেরামত করেন। বলিয়াপুর থেকে কাজী পারার মধ্য দিয়ে বিরুলিয়া প্রধান সড়ক এই সেতু ।দীর্ঘদিন ধরে পরে থাকা এই সেতু, বহুবার বিপদ সংকেতের চিহ্ন মেলে এই সেতুতে। সেতুটি মেরামতের প্রধান দায়িত্বে আছেন মোঃসাইফুল চেয়ারম্যান বনগাঁও ইউনিয়ন পরিষদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলের মাধ্যমে সেতুতে মরিচা ধরে । ধীরে ধীরে সেতুটি নিঃশেষ প্রায়। তবে মানুষ ও যানবাহন চলাচলের প্রধান মাধ্যম হচ্ছে এই সেতু । যানবাহন বন্ধ রেখে সেতু নির্মাণকাজ চালু রাখেন।সেতু নির্মাণ কাজে দায়িত্বে ছিলেন মেহেদি হাসান মদি মেম্বার ৬নং ওয়ার্ড বনগাঁও ইউনিয়ন পরিষদ।আরো দায়িত্বে ছিলেন আব্দুল বাতেন মেম্বার ১নং ওয়ার্ড সাধাপুর বনগাঁও ইউনিয়ন পরিষদ।