জেলার সাভার উপজেলায় বনগাঁও ইউনিয়নে ১ নং ওয়ার্ডে সাধাপুর কৃষ্ণকলি মন্দিরে ৫দিন ব্যাপি বিশাল এক দূর্গোউৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত উৎসবে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন শ্রী বলরাম চন্দ্র দাস। সহ_সভাপতি পরিমল চন্দ্র দাস। সাধারণ সম্পাদক শ্রী সুজিত দাস। সহ_সম্পাদক গোপাল চন্দ্র দাস। কোষাদক্ষ্য উজির দাস। আরো উপস্থিত ছিলেন, কার্তিক চন্দ্র দাস সহ বিভিন্ন এলাকার থেকে আসা বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ। বছর ঘুরতেই আবার ও চলে এলো হিন্দু সম্প্রদায়ের মাঝে দূর্গোউৎসব। যাহা তাদের মনটাকে সব সময় জাগ্রত করে রাখে। পালিত হয় সারা বাংলাদেশ ব্যাপি। সামাজিক নিয়ম শৃংখলা বজায় রেখে পালন করেন এই উৎসব। পূজা উৎসবে রয়েছেন আনছার বাহিনী যাহারা সব সময় উৎসবে পাহারাই নিয়োজিত থাকেন। মাঝে মধ্যে পরিদর্শন করেন সরকারি আইন শৃংখলা বাহিনীর দল। পূজার উৎসবে বিচক্ষণী ভাবে সর্বদা দৃষ্টি রেখেছেন মোঃ মোকলেছুর রহমান ইনচার্জ ভবানীপুর ক্যাম্প। তিনি দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ কে বলেন, যার যার ধর্ম তার তার। তবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে, সামাজিক নিয়ম শৃংখলা বজায় রেখে দূর্গোউৎসব পালন করেন। তিনি আরো বলেন, নিজেদের ধর্ম পালন করতে গিয়ে, অন্যদের ধর্মের প্রতি কোনো প্রকারে যেনো ক্ষতি না হয়, সে দিকে দৃষ্টি রাখতে হবে । হিন্দু সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় উৎসবের মধ্যে সব চেয়ে বড় উৎসব এই দূর্গোপূজা । ১ তারিখ শনিবার থেকে বুধবার ৫ তারিখে পতিমা বির্সাজনের মধ্যে দিয়ে দূর্গোউৎসবের সমাপ্ত হবে।