মোঃ সোহেল রানা: ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বলিয়ারপুর এলাকা হতে ২২৫ গ্রাম হেরোইনসহ ০৪ জন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য
র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর ২০২৩ তারিখ ভোররাতে
র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বলিয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ২২৫ গ্রাম হেরোইনসহ নিন্মোক্ত ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ
(ক) নিখিল কর্মকার (৩২) জেলা-চাঁপাইনবাবগঞ্জ
(খ) কৃষ্ণ কর্মকার (২২) জেলা-চাঁপাইনবাবগঞ্জ
(গ) শ্রী সুজন কর্মকার (২৬) জেলা-চাঁপাইনবাবগঞ্জ
(ঘ) মোঃ মজিবুর রহমান (৪৫) জেলা-চাঁপাইনবাবগঞ্জ
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরষ্পর যোগসাজশে বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।