বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

সারাদেশে প্রচন্ড তাপদাহ অগ্নিকাণ্ড রোধে নড়িয়ায় সচেতনতামূলক জরুরি সভা।

মানজারুল ইসলাম মিলনশরীয়তপুর জেলা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১১৭ বার পঠিত

 

—– শরীয়তপুরের নড়িয়ায় চলমান তাপদাহে অগ্নিকাণ্ড রোধে এক জরুরি সভা করা হয়েছে।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় সম্মেলন কক্ষে এই জরুরী সবার আহবান করেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য।

সভায় নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, সারাদেশে কয়েকদিন যাবত প্রচন্ড তাপদাহ চলছে। এতে জনজীবনে দেখা দিয়েছে অস্থিরতা এবং ঘনবসতি ও বড় বড় বাজারগুলোতে ঘটছে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা। এই দুর্ঘটনা এরাতে ফায়ার সার্ভিস, বাজার বণিক সমিতি নেতাকর্মী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে এক জরুরি সভা করেছি। পহেলা বৈশাখ শুরু হয়েছে। সামনে আসছে পবিত্র ঈদ। এই সময়টাতে বাজার ঘাটে বিভিন্ন এলাকায় লোকজনের সমাগম বেশি হবে। তাই কোথাও যাতে কোন ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে এই লক্ষ্যেই এই সচেতনতামূলক সভা আহবান করা করলাম। আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও প্রতিদিন বড় বড় বাজার গুলো মনিটরিং করব এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও মন্টুরিং ও সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, পুলিশের পক্ষে থেকে এ এস আই মহাতাব উদ্দিন, পল্লী বিদ্যুতে নড়িয়া জোনাল অফিসের এজিএম নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মুজাহিদ, এছাড়া বিভিন্ন বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সহ বিভিন্ন দপ্তর প্রধান গন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991