রমজান উপলক্ষে দেশ ও প্রবাসের সকল মুসলিম ভাই বোনদের কে শুভেচ্ছা জানাই মাতৃজগত পরিবারের পক্ষ থেকে।সারা মুসলিম জাহানের উম্মতকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন।
সংযত ও সিয়াম সাধনার মাস রমজান।এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ।
পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন।
এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যাক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।
রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।
আমরা পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীব্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানাই।
পবিত্র মাহে রমজানে দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেইসাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
আল্লাহপাক সবাইকে রোজা রাখার ও ঈমানের সহিতে নেক আমল করার তৌফিক দান করুক।