মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

সারের দাবিতে কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে: প্রাণিসম্পদমন্ত্রী

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১০৭ বার পঠিত

 

মো আছিফ মল্লিক এর পাঠানো তথ্য,
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের কৃষকদের ভাগ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কেননা তিনি জানেন, এ দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।

সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যের সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকদের মাঝে আওয়ামী লীগ সরকার বিনামূল্যে সার, বীজ, কীটনাশক দিচ্ছে। কিন্তু গত বিএনপি জোট সরকারের সময় সারের দাবি করতে গিয়ে কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। সেই বিএনপি-জামায়াত জোট আবারও পেছনের দরজা দিয়ে দেশের শাসনক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না। বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত হয়। তাই উন্নয়নে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। আর এ জন্য আবারও আগামী নির্বাচনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

উপজেলা নির্বাহী ডা. সঞ্জীব দাশের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশার পরিচালনায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশি আউশ প্রণোদনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, থানার ওসি মো. হুমায়ুন কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991