প্রতি বস্তায় সারের দাম ৩০০টাকা করে বৃদ্ধির প্রতিবাদে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের দেশ ব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে-
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে -এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, কৃষক ফ্রন্টের নেতা রফিকুল ইসলাম, আক্তার হোসেন, শ্রমিক ফ্রন্ট নেতা আব্দুল কুদ্দুস ও ফজলার হোসেন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার কথায় কথায় বলে তারা কৃষক বান্ধব শ্রমিক বান্ধব, কিন্তু তাদের কর্মকান্ড দেখলে বোঝা যায়, এরা কৃষকের শত্রু, শ্রমিকের শত্রু এরা ব্যবসায়ীদের সরকার। নিত্য পন্যে, ঔষধ সহ আবার সারের দাম বৃদ্ধি করে জনগন কে আবার দূর্বিসহ জীবনের দিকে ঠেলে দিচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে সারের দাম সহ সকল পন্যের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তাগন ঘুষ দূর্নীতি বন্ধ করে সেই টাকা কৃষি খাতে ভর্তুকি দিয়ে কৃষি কৃষক দেশ বাঁচাতে জনগন কে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাসদ কে শক্তিশালি করতে আহ্বান জানান।