হবিগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্টান সায়হাম গ্রুপের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মোহাম্মদ ফয়সলের পরিবারের পক্ষ থেকে রোজাদারদের ইফতারে জন্য প্রায় ১৫ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মাধবপুর উপজেলায় প্রায় ২ শতাধিক মসজিদ ও মাদ্রসায় রোজাদারদের ইফতারের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ সময় মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান মসজিদের ইমাম ও পরিচালনা কমিটির সভা/সাধারণ সম্পাদকদের হাতে এ অর্থ তুলে দেন। এর আগে সায়হাম গ্রুপের সাবেক চেয়ারম্যান ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোঃ কায়সারের কবর জিয়ারত এবং বিশেষ দোয়া করেন।
সায়হাম গ্রুপের কর্ণধার আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল জানান- সায়হাম গ্রুপ আর্তমানবতার সেবায় সব সময়ই নিয়োজিত হয়েছে। মানুষের মুখে হাসি ফুটাতে পারলেই আমি আনন্দ পাই। এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করাই আমার একমাত্র কাজ। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে বিগত বছরের তুলনায় এ বছর আর বেশী করে ঈফতার সামগ্রী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সপ্তাহ থেকে মাধবপুর, চুনারুধাট, নাসিরনগর ও শাল্লা উপজেলার একাংশের প্রায় ২০ হাজার পরিবারকে ঈফতার সামগ্রী দেয়া হবে।