মোঃ শাহিদুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার: সিএমপি’র খুলশী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪/১/২০২৫ খ্রি. রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় খুলশী থানাধীন দক্ষিণ খুলশী ৩ নং রোডস্থ সানমার রয়েল রিজ অ্যাপার্টমেন্টে অভিযান পরিচালনা করে গোয়েন্দা সংস্থার পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে
আসামী ১। মোঃ ওয়াজেদ রাকিব (৩৬)
২। মোঃ হোসেন (৪০), ৩। মোঃ রোকন (৩৯), ৪। মোঃ ওসমান (৪০), ৫। মহি উদ্দিন (৪৫), ৬। আব্দুল সবুর (৩৭), ৭। মোঃ রুবেল হোসেন (২৬), ৮। মোঃ ইয়াকুব আলী (৩৯), ৯। মোজাহের আলম (৫৫), ১০। মোঃ হারুন অর রশিদ (৩৬), ১১। আব্দুল মান্নান (৩৯), ১২। শওকত আকবর ইমন (৩১) দেরকে গ্রেফতার করে
গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে ডাকাতি কাজে ব্যবহৃত ০১ টি শাবল, ০৯ টি ডিজিএফআই এর ভুয়া পরিচয় পত্র, ০৩ টি খেলনা পিস্তল, ২৫ টি খালি প্লাস্টিকের বস্তা, ০২ টি দড়ি ও ০২ টি গামছা ও ০১টি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়
গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাতনামা সহযোগী পলাতক আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে ডাকাতি করার উদ্দেশ্যে নিজেদেরকে গোয়েন্দা সংস্থার সদস্য বলে পরিচয় দিয়ে
উক্ত অ্যাপার্টমেন্টের মালিক অত্র মামলার বাদী মো: গিয়াসউদ্দিন আনচারী এর বাড়িতে প্রবেশ করেছিল বলে জানা যায়
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।