মোঃ আলমগীর হোসেন ক্রাইম রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল-সুস্থ্য দেহে সুন্দর মন, উৎসবমুখর পরিবেশে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের আনন্দময় এবং উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শন করেন এবং অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়, যার মধ্যে ছিল নৃত্য, গান, নাটক, কবিতা আবৃত্তি ও অন্যান্য পরিবেশনা।
শিক্ষার্থীরা তাদের অনুশীলিত প্রতিভা দেখিয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করে। বিশেষ করে, স্কুলের ছোটদের নৃত্য এবং গান সকলের মন জয় করে নেয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণ করা হয়। শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ খেলোয়াড়, শ্রেষ্ঠ সাংস্কৃতিক শিল্পী, শ্রেষ্ঠ বক্তা, শ্রেষ্ঠ কবি ও শ্রেষ্ঠ নৃত্য সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হোন শিক্ষার্থীরা। এই পুরস্কারগুলি শিক্ষার্থীদের আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে বলে আয়োজকরা জানান।
“মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজ”র অধ্যক্ষ মোহাম্মদ সাঈদুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সদস্য মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য মোস্তফা কামাল মেম্বার, দাতা সদস্য আবুল কাশেম, হযরত আলী কন্ট্রাকটর, হযরত আলী, ফজলু, মোহাম্মদ আকবর, হুমায়ূন আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য এমএ গাফফার ও আব্দুল মান্নান সাগর সহ অত্র স্কুলের সকল সম্মানিত দাতা, প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।