স্টাফ রিপোর্টার :সিরাজগঞ্জের এনায়েতপুরে ভারত মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূল (সাঃ) এর নামে জঘন্য কটুক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রান রামগিরি মহারাজ কে সমর্থন করার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮ ঘটিকায় এনায়েতপুর থানা ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের সভাপতিত্বে ফাঁসি ফাঁসি ফাঁসি চাই রামগিরি মহারাজের ফাঁসি চাই এই স্লোগানের মধ্য দিয়ে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এনায়েতপুর থানা ওলামা পরিষদের আয়োজনে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে আসা গণজোয়ারে পরিণত হয়ে মুসুল্লিগণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী মহাসমাবেশ করেন।
সঞ্চালনায় ছিলেন, এম এম আনোয়ার হোসেন এবং মাওলানা ওমর ফারুক, কোরআন তেলাওয়াতে মাও: ক্বারী ইছা আহমেদ ও নাতে রাসূল (স:) পাঠ করেন ক্বারী মোঃ গোলাম মোস্তফা।
এসময় বক্তব্য রাখেন, এনায়েতপুর থানা ওলামা পরিষদের সেক্রেটারি অধ্যক্ষ (অব.) মাওলানা আব্দুল গফুর, আলহাজ্ব হাফেজ মুফতি আঃ রউফ সাহেব প্রধান উপদেষ্টা থানা ওলামা পরিষদ, মাও: মুফতি রফিকুল ইসলাম সহ সভাপতি থানা ওলামা পরিষদ, মাও: মোতালেবুর রহমান সাঈফী, সহ সাধারন সম্পাদক থানা ওলামা পরিষদ, মাও: মাহমুদুল হাসান সহ সভাপতি থানা ওলামা পরিষদ, মাও: আজমত উল্লাহ প্রচার সম্পাদক থানা ওলামা পরিষদ, মাও: আব্দুল্লাহ খুশি সভাপতি সদিয়া চাঁদপুর ইউনিয়ন। মাও: নূর আলম, সভাপতি জালালপুর ইউনিয়ন, মাও: মুজিবুর রহমান সেক্রেটারী জালালপুর ইউনিয়ন। মাও: জাকারিয়া হোসেন সভাপতি দৌলতপুর, ইউনিয়ন, সেক্রেটারি মাও: আলমগীর হোসেন, হাফেজ আলা উদ্দিন সাহেব সভাপতি খুকনী ইউনিয়ন, সেক্রেটারি মাও: আব্দুল ওয়াদুদ, সদিযা চাঁদপুর ইউনিয়নের সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাঃ মোঃ সিরাজুল ইসলাম। মাও: শামচুল হক মুহতামিম দারুল উলুম মাদ্রাসা, খুকনী। মাও: শামউন নোমানী মুহতামিম, হযরত আবু বকর সিদ্দিক (রা:) মাদ্রাসা, রূপনাই, মাও: নূর নবী, দপ্তর সম্পাদক এনায়েতপুর থানা ওলামা পরিষদ। মাও: ওয়াজেদ আলী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক এনায়েতপুর থানা ওলামা পরিষদ।
প্রতিবাদ সমাবেশে বক্তাগণ রাসূল (সাঃ) কে কটূক্তির তীব্র নিন্দা জানান, এবং ভারত সরকারের নিকট কটূক্তি কারীর উপযুক্ত শাস্তি দাবি করেন। বিশ্বের সকল মুসলমানকে এক হওয়ার আহবান জানান। বক্তাগণ ভবিষ্যতে এ ধরনের নিন্দনীয় কাজের ক্ষেত্রে হুশিয়ারি করেন। বিক্ষোভ মিছিল এ ভারতীয় পণ্য বর্জন ও স্লোগান দেন ফাঁসি ফাঁসি ফাঁসি চাই রামগিরি মহারাজের ফাঁসি চাই।